সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২২ – সকল সিমের দরকারি কোড – জেনে নিন BD All Sim Code 2022 by tachtunesbd.com

আসসালামু আলাইকুম । আশা করি সৃষ্টিকর্তার মেহেরবানীতে সকলে ভালো আছেন। বাংলাদেশে বর্তমানে ৫টি সিম অপারেটর রয়েছে যেমন জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক । আমরা শখের কারণে অথবা বিভিন্ন প্রয়োজনে একাধিক অপারেটরের একাধিক সিম কিনি এবং ব্যবহারও করি।

আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। খুবই প্রয়োজনীয় তথ্য রয়েছে এই পোস্টে। এখানে আমরা কথা বলবো মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য যারা সিম ব্যবহার করেন সেই সিমের যাবতীয় তথ্য ডায়াল কোড গুলো পেয়ে যাবেন এখানে। হঠাৎ এই পোস্টের মাধ্যমে আপনি পেতে চলেছেন সকল সিমের প্রয়োজনীয় কোড নাম্বার। সুতরাং আপনি যদি অনলাইনে কোন সিমের প্রয়োজনীয় কোড নাম্বার সম্পর্কে জানার জন্য অনুসন্ধান করে আমাদের ওয়েবসাইট থেকে এসেছেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখান থেকে আপনি আপনার সমস্যার সমাধান পেতে পারেন। আমরা সকলেই ফোন ব্যবহার করি এবং ফোনের মধ্যে সিম। কিন্তু এই সকল সিমের প্রয়োজনীয় কোড গুলো অনেক সময় আমাদের মনে থাকে না। অনেক নতুন ব্যবহারকারী রয়েছে যারা এই সম্পর্কে এখনো জানেনা। তারা এই পোস্টের মাধ্যমে উপকৃত হবেন।

বাংলাদেশের যেকোনো অপারেটরের সিম ব্যবহার করতে গেলে বিভিন্ন কোডের প্রয়োজন হয়। তাই আজকে আমি বাংলাদেশের সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২১ (সকল সিমের দরকারি কোড ২০২১) অনলাইন থেকে অনেক সময় দিয়ে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করলাম।


সকল সিমের ব্যালেন্স চেক করার কোড দেখে নিন

  • গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566#
  • রবি সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *222#
  • এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *778#
  • বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *124#
  • টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *152#

সকল সিমের নাম্বার বের করার কোড

আমরা অনেকেই নিজের নাম্বার ভুলে যাই তাই সকল সিমের নিজের নাম্বার বের করার কোড দেখে নিন:-

  • গ্রামীণফোন সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#
  • রবি সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#
  • এয়ারটেল সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#
  • বাংলালিংক সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *511#
  • টেলিটক সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *551#

সকল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড

  • গ্রামীণফোন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566*10#
  • এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8444*88#
  • রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8444*88#
  • বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *124*50#
  • টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আলাদা কোড ডায়াল করার প্রয়োজন হয় না কারণ আপনার যদি ইন্টারনেট প্যাকেজ নেওয়া থাকে তাহলে *152# কোড ডায়াল করে সিমের ব্যালেন্স চেক করলে ইন্টারনেট ব্যালেন্সও একই সাথে এক মেসেজ এর মাধ্যমে আপনার সিমের মোট ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন।


সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড :

 

জিপি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন


জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স সবোর্চ্চ ২০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে তবে জিপি সিম সকল গ্রাহকের জন্য সর্বনিম্ন ১১ টাকা নির্ধারণ করেছে । আপনার সিমে যত বেশি টাকা খরচ করবেন আপনার ইমার্জেন্সি ব্যালেন্স ততো বেশি টাকা দিবে। আপনার সিমে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন জানতে জায়াল করুন : *1211010*2#

 

জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *1211*3# (চার্জ ফ্রি)।

 

জিপি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *1211*3# অথবা *566# কোড ডায়াল করেও দেখতে পারবেন।

 

রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন


রবি সিম থেকে সবোর্চ্চ ১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন তবে রবি সিম প্রত্যেক গ্রাহকের জন্য সর্বনিম্ন ১২ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নির্ধারণ করছে। 

আপনার রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন কিনা যাচাই করতে ডায়াল করুন : *8#

রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *123000#

রবি সিম থেকে ১২ টাকা অথবা তার উপরে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্সবাদে) SMS নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।

রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *1# অথবা *222#

 


এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়ার কোড দেখে নিন


এয়ারটেল সিম ইমার্জেন্সি ব্যালেন্স সবোর্চ্চ ১০০ টাকা পর্যন্ত দেয় তবে এয়ারটেল সিম প্রত্যেক গ্রাহকের জন্য ইমার্জেন্সি ব্যালেন্স সর্বনিম্ন ১২ টাকা নির্ধারণ করছে।

এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *141# (চার্জ প্রযোজ্য)।

এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য আলাদা কোডের প্রয়োজন হয় না *778# কোড ডায়াল করলে আপনার সকল ব্যালেন্স দেখতে পারবেন।

 


বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন


বাংলালিংক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিস নিতে ডায়াল করুন : *875#

বাংলালিংক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিসের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8750#

বাংলালিংক সিমের ইমার্জেন্সি মিনিট নিতে ডায়াল করুন : *874#

বাংলালিংক সিমে ইমার্জেন্সি কত মিনিট জানতে ডায়াল করুন : *8740#


টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড দেখে নিন

টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নিতে *1122# SMS করুন 1122 নাম্বারে। এছাড়াও আপনি যদি প্রয়োজনীয় এমাউন্ট নিতে চান তাহলে *1122*50# SMS করুন 1122 নাম্বারে।
টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে *11220# SMS করুন 1122 নাম্বারে।


সকল সিমের স্পেশাল অফার দেখার কোড

★ গ্রামীন সিমের স্পেশাল অফার জানতে ডায়াল করুন : *999# অথবা *999*2#

★ রবি সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *999#

★এয়ারটেল সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *999#

★ বাংলালিংক সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *888#



সকল সিমের কোডের প্রয়োজনীতা

আমরা সবাই কিছু না কিছু কাজ করতে গেলে আমাদের এই কোডগুলো প্রয়োজন হয়। এই কোডগুলো সবার মনে থাকে না, এজন্য সেই কাজে বিঘন্ন ঘটে। যেমন : আপনার এখন মোবাইলে কত টাকা বা কত মিনিট আছে সেটার দেখার প্রয়জন হল, কিন্তু আপনার ব্যালেন্স দেখার কোডটি না মনে থাকায় আপনি সেটি করতে পাচ্ছেন না। অতএব, আপনাদের সুবিধার্তে আজকের আর্টিকেল পাবলিশ করলাম।

এই ছিলো আপনাদের জন্য আজকের সকল সিমের দরকারি কোড ২০২২ – BD All Sim Code 2022 – আর্টিকেল। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আরযদি না লেগে থাকে তাহলে সেটি কমেন্ট করুন কোন জিনিসটি আমাদের ঘাটতি রয়েছে, আমরা আপনাদেরকে সব সময় উন্নত আর্টিকেল নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। সবসময় Tachtunesbd.com সাথেই থাকবেন।

সকল সিমের নাম্বার বের করার কোড :টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *152#

Post a Comment

Previous Post Next Post