মহানবী (সাঃ) প্রতিবেশীর প্রতি অধিকার, প্রাচুর্য, দুনিয়ার জীবন, আল্লাহর বিধান কিছু হাদিস।।


আসসালামুয়ালাইকুম আজকে আমি আপনাদের মাঝে মহানবী (সাঃ) এর কিছু হাদিস নিয়ে আসলাম। আজ আমরা জানতে পারবো প্রতিবেশীর অধিকার, প্রাচুর্য, দুনিয়ার জীবন, আল্লাহর বিধান পালন, নেতা, মতভেদ সম্পর্কে আমাদের মহানবী (সাঃ) কি বলেছেন......

প্রতিবেশীর অধিকারঃ

১৫৬. প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো , তবেই মুমিন হবে। [মিশকাত]

১৫৭. সে মুমিন নয় , যে নিজে পেট পূরে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে। [বায়হাকী]

প্রাচুর্যঃ

১৫৮. মনের প্রাচুর্যই আসল প্রাচুর্য । [সহীহ বুখারী]

১৫৯. আল্লাহ তোমার ভাগে যা রেখেছেন , তাতে সন্তুষ্ট থাকো , তবেই হবে সবচেয়ে প্রাচুর্যশালী। [মিশকাত]

১৬০. যার উদ্দেশ্য হয় পরকাল লাভ করা ,আল্লাহ তার অন্তরে প্রাচুর্য দান করেন। [তিরমিযী]

দুনিয়ার জীবনঃ

১৬১. দুনিয়া মুমিনের জন্যে কারাগার আর কাফিরের বেহেশত। [সহীহ মুসলিম]

১৬২. দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেনো তুমি একজন গরীব কিংবা পথিক। [সহীহ বুখারী]

১৬৩. অনাড়ম্বর জীবন যাপন ঈমানের অংশ। [আবু দাউদ]

আল্লাহর বিধান পালনঃ

১৬৪. হারাম থেকে বেঁচে থাকো ,আল্লাহ তোমাকে হিফাযত করবেন। [তিরমিযী]

আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট থাকতে পারা আদম সন্তানের একটি সৌভাগ্য । [তিরমিযী]

১৬৬. প্রতিটি বান্দা কিয়ামতে তাই নিয়ে উঠবে , যা নিয়ে সে মরেছে । [সহীহ মুসলিম]

নেতাঃ

১৬৭. নেতা হবে মানুষের সেবক। [দায়লমী]

১৬৮. তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

১৬৯. মানুষের অবস্থা উটের মতো ,একশটি উটের মধ্যে ও একটি ভালো সোয়ারী পাওয়া যায়না। [সহীহ মুসলিম]

মতভেদঃ

১৭০. মতভেদ কারোনা। তোমাদের পূর্বে যারা মতভেদ করেছিল , তারা ধ্বংস হয়েছে। [সহীহ বুখারী]

১৭১. গোটা সৃষ্টি আল্লাহর পরিবার। যে ব্যক্তি আল্লাহর পরিবারের জন্যে বেশী উপকারী , সে তাঁর কাছে বেশী প্রিয়। [সহীহ মুসলিম]

১৭২. বান্দাহ যখন অপরাধ স্বীকার করে এবং তাওবা করে , তখন আল্লাহ তার তাওবা কবুল করেন। [সহীহ বুখারী]

১৭৩.যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে , সে জান্নাতে প্রবেশ করবেনা। [সহীহ মুসলিম]

১৭৪. যে তার প্রভুকে স্মরণ করে , আর যে করেনা , তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো। [সহীহ মুসলিম]

১৭৫. সত্য কথা বলো , যদিও তা তিক্ত। [ইবনে হিব্বান]

১৭৬. মুহাজির সে ,যে আল্লাহর নিষেধ করা কাজ ত্যাগ করে। [সহীহ বুখারী]

১৭৭. প্রচেষ্টার চেয়ে বড় কোনো যুক্তি নাই। [ইবনে হিব্বান]

১৭৮. সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয়। [তিরমিযী]

১৭৯ . যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় ,আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। [মিশকাত]

১৮০. যে ভালো কাজের আদেশ করেনা এবং মন্দ কাজ থেকে নিষেধ করেনা ,সে আমার লোক নয়। [তিরমিযী]

Post a Comment

Previous Post Next Post