২০২০ সালকে কোভিড মহামারী আর লকডাউনের বছর হিসেবে বিবেচনা করেন অনেকে। কিন্তু, প্রযুক্তি শিল্পের দৃষ্টিকোণ থেকে ২০২১-কে বিবেচনা করলে চিপ সঙ্কটের বছর বলতে হবে একে। চিপ সঙ্কট আর নাজুক সরবরাহ ব্যবস্থার মধ্যেও সমালোচক আর সাধারণ ব্যবহারকারী উভয়ের মন জিতেছে নির্দিষ্ট কিছু প্রযুক্তি পণ্য আর সেবা।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, ২০২০ সালের মতো প্রযুক্তি পণ্যের ঊর্ধ্বমুখী চাহিদা ছিলনা ২০২১ সালে। তবে, এর মধ্যেও থেমে থাকেনি প্রযুক্তি খাতের ‘উদ্ভাবনী বুলেট ট্রেইন’। ভোক্তা পণ্যের বাজারের বিভিন্ন শ্রেণির সেরা পণ্য ও সেবাগুলোর তালিকা প্রকাশ করেছে সিনেট। স্মার্টফোন থেকে শুরু করে গেইমিং শ্রেণির সেরা পণ্যগুলোও স্থান পেয়েছে সাইটটির সম্পাদকদের পছন্দের তালিকায়।
বলে রাখা ভালো, বাজারে বহুল প্রত্যাশিত প্রযুক্তি পণ্য ও সেবার মূল্যায়ন ও পর্যালোচনা করে নিয়মিত প্রতিবেদন করে সিনেট। যে কোনো পণ্য বা সেবা বাজারে আসার অন্তত এক সপ্তাহ পরে মূল্যায়ন ও পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করে সাইটটি। ভোক্তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে অসন্তোষ আছে কি না-- সেটা জানতেই বাড়তি সময় নেয় সিনেট।
বছরের সেরা প্রযুক্তি পণ্য ও সেবা বিভিন্ন শ্রেণীতে তালিকাভূক্ত করেছেন সিনেট। তবে ‘স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস’ শ্রেণির শীর্ষে নেই অ্যাপলের পণ্য, বরং শীর্ষস্থানটি নিজের দখলে রেখেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। শ্রেনিভিত্তিক তালিকাগুলোর শুরুতেই আছে:
স্মার্টফোন, স্মার্টওয়াচ ও এয়ারবাডস
- স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্টা ৫জি
- ওয়ান প্লাস ৯
- গুগল পিক্সেল ৬
- গুগল পিক্সেল ৬ প্রো
- অ্যাপল আইফোন ১৩ এবং মিনি
- আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্স
- গার্মিন ভেনু ২
- অ্যাপল ওয়াচ সিরিজ ৭
- ফিটবিট চার্জ ৫
- সনি ডব্লিউএফ-১০০০ এক্স এম ৪
কম্পিউটার, ল্যাপটপ ও গেইমিং
সার্ভিস ও সফটওয়্যার
- নেটফ্লিক্স
- ডিজনি প্লাস
- জুম
- এক্সবক্স গেইম পাস আলটিমেট
- অ্যাপল আর্কেড
- প্রোকিয়েট
- ডুওলিঙ্গো
Post a Comment