মোবাইল দিয়ে এশিয়া কাপ 2023 লাইভ দেখার নিয়ম App Link

এশিয়া কাপ 2023 লাইভ দেখার নিয়ম

মোবাইল দিয়ে এশিয়া কাপ লাইভ দেখার নিয়মই আপনারা অনেকেই জানেন না যার ফলে আপনারা এশিয়া কাপের ম্যাচ গুলো দেখতে পারছেন না।  আপনাদের এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমরা নিয়ে হাজির হয়েছি মোবাইল দিয়ে এশিয়া কাপ লাইভ দেখার নিয়ম এই আর্টিকেল। আশা করি এই আর্টিকেলটি পড়ার পর আপনি খুব সহজেই এশিয়া কাপ লাইভ দেখতে পারবেন। তাই এই আর্টিকেলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন যদি আপনি মোবাইল দিয়ে এশিয়া কাপ লাইভ দেখার নিয়ম জানতে চান।


মোবাইল দিয়ে এশিয়া কাপ  2023 লাইভ দেখার নিয়ম App Link

হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো রয়েছেন। আমরা সবাই জানি বাংলাদেশের প্রধান গেম হলো হাডুডু। কিন্তু বাংলাদেশে আমার মনে হয় হাডুডু এর চেয়ে বর্তমানে বেশি জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট। কেননা ক্রিকেট খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিভাবে আমরা ওই খেলা দেখবো সেটা নিয়ে বেশি আগ্রহ মানুষের মধ্যে দেখতে পাই। যেমন বর্তমান সময়ে শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ ২০২৩। তাইতো আপনি আমাদের এই আর্টিকেলটি পড়েছেন যেনো মোবাইল দিয়ে এশিয়া কাপ লাইভ দেখার নিয়ম জানতে পারেন।

Sportzfy অ্যাপসে এশিয়া কাপ লাইভ ২০২৩ দেখার নিয়ম

Sportzfy এই অ্যাপসটি আপনাদের কাছে নতুন মনে হতে পারে। এপ্সটি সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করা যাক । Sportzfy হলো এমন একটি অ্যাপস যেখানে আপনি বিভিন্ন চ্যানেলের সমারোহ দেখতে পাবেন। বিভিন্ন লাইভ চ্যানেল যখন যে চ্যানেলগুলো খেলা সম্প্রচার করে থাকে সেই চ্যানেলগুলো এখানে আপনারা দেখতে পাবেন। যখন যেখানেই হোক না কেন সেই খেলা লাইভ লিংক আপনারা এই এপস এর মধ্যে পেয়ে যাবেন। আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে আপনি স্লোও নেটওয়ার্ক দিয়ে খেলা গুলো ভালো করে উপভোগ করতে পারবেন। কাজেই Sportzfy অ্যাপস ব্যবহার করে আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে এশিয়া কাপ লাইভ দেখতে পারবেন।

এই এপসটি ডাউনলোড বা ইন্সটল করা নিয়ম দেখে নিন

গুগলে এশিয়া কাপ ২০২৩ লাইভ দেখার নিয়ম

হ্যাঁ আপনার কাছে যদি গুগোল থাকে তাহলে আপনি গুগল ব্যবহার করে এশিয়া কাপ খেলা গুলো লাইভ স্কোর দেখতে পারবেন। আপনি প্রথমে গুগলে গিয়ে Tachtunesbd লিখে সার্চ করবেন। তারপর Tachtunesbd website আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে সর্বপ্রথম যে পোষ্টটি আছে এটা প্রেস করবেন। তাহলে আপনি দুই দলের লাইভ খেলার দেখতে পাবেন। ঔই পোস্ট সবকিছু বলে দেওয়া কিভাবে খেলাটি দেখবেন।

এশিয়া কাপ লাইভ ২০২৩ কোন চ্যানেলে দেখা যাবে?

প্রত্যেকবারই কোন না কোন টিভি চ্যানেল এশিয়া কাপ সম্প্রচারের কন্ট্রাক্ট কিনে নেয় এবং তা সরাসরি সম্প্রচার করে তাদের টিভি চ্যানেলে। এইবার ও ব্যতিক্রম নয়। এশিয়া কাপের এবারে আসনটি সরাসরি সম্প্রচারের কন্ট্রাক্ট কিনে নিয়েছে বাংলাদেশি দুইটি টিভি চ্যানেল। একটি হলো  T sports এবং অন্যটি GTV।

এই দুটি চ্যানেলে সরাসরি টিভি থেকে লাইভ খেলা দেখা যাবে দেশে যে কোন প্রান্ত থেকে।

মোবাইলে এশিয়া কাপ লাইভ ২০২৩ দেখার নিয়ম

যারা টিভিতে খেলা দেখতে অভ্যস্ত নন বা কোন কারণবশত দেখতে পারবেন না তারা চাইলে নিজের হাতে থাকা মোবাইল ফোন থেকে খুব সহজেই খেলা দেখতে পারেন। নিচে মোবাইলে কাপ লাইভ ২০২৩ দেখার একাধিক নিয়ম দেখানোর চেষ্টা করবো।

১। Rabbithole mobile app: আপনার মোবাইলে ফোনে ডাউনলোড করে নিন Rabbithole মোবাইল এপটি। রেবিটহোল প্রতিবার এশিয়া কাপের ডিজিটাল সম্প্রসার সত্ত কিনে নেয়। তাই সামান্য কিছু ফি দিয়ে খুব সহজেই খেলা উপভোগ করতে পারবেন।

২। Toffee – বাংলালিংক এর ডিজিটাল প্লাটফর্ম টফি অলরেডি বিভিন্ন সিরিজ আর প্রোগ্রামের কারনে মানুষের কাছে বেশ জনপ্রিয়। টফিতে ফ্রি তে অনেকগুলো টিভি চ্যানেল দেখা যায় এবং কিছু কিছু চ্যানেল আবার প্রিমিয়াম সাবক্রিপশন নিয়ে দেখা লাগে। এশিয়া কাপ দেখতে গেলে সাবক্রিপশন দিতে হবে।

এশিয়া কাপ লাইভ ২০২৩ কিভাবে দেখবো?

ফেসবুকে ফ্রিতে এশিয়া কাপ লাইভ ২০২৩ দেখতে পারেন। কেননা Rabbithole এবং Toffee তে সাবক্রিপশন ছাড়া খেলা দেখা যায় না কিন্তু খেলা চলাকালীন ফেসবুকে অনেক গ্রুপে দেখবেন যারা লাইভ শেয়ার করে। আপনি চাইলে সেখান থেকে ফ্রি তে খেলা দেখতে পারবেন।

এর বাইরে গুগলে অনেক থার্ড পার্টি ওয়েবসাইট ও মোবাইলে এপ পাওয়া যায় যেখানে ফ্রি তে খেলা দেখা যায়। যদিও এই ধরনের সাইটে বিভিন্ন সময় ভাইরাস এর সমস্যা থাকে। তাই ইন্সটল করার আগে ভালোভাবে যাছাই করতে হবে।

ASIA CUP 2023 এর আসর কোথায় হবে?

এবার এশিয়া কাপের আসর একটু ব্যতিক্রমধর্মী। সাধারণত একটি দেশে শুরু থেকে শেষ পর্যন্ত টুর্নামেন্ট শেষ হলেও এবারে আসনটি দুটি দেশে সম্মিলিতভাবে সম্পন্ন হবে। এর প্রধান কারণ মূলত ভারতের পাকিস্তানের খেলতে অসম্মতি জানানো। তাই এবার এশিয়া কাপ পাকিস্তান এবং শ্রীলঙ্কায় সম্মিলিতভাবে সম্পন্ন হবে।

এশিয়া কাপ ২০২৩ এর আসরের এই ব্যতিক্রমিতা এবারের দর্শকদের নতুন অভিজ্ঞতা দিবে বলে আশা করা যায়। যদিও ভিন্ন দেশের জন্য দুটি দেশে ট্রাভেল করা প্লেয়ারদের জন্য কিছুটা কষ্টসাধ্য তবে ব্যতিক্রমী বাধা টাইগাররা কাটিয়ে উঠতে পারবে বলে আশা করা যায়।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী

টুর্নামেন্টএশিয়া কাপ ২০২৩
স্থানপাকিস্তান, শ্রীলঙ্কা
তারিখ৩১ আগস্ট, ২০২৩
বোর্ডএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ফরম্যাট৫০ ওভার
টিম৬ টি
শেষ বিজেতাশ্রীলঙ্কা
এশিয়া কাপ সংস্করণ১৬ তম
বছর২০২৩
ওয়েবসাইটasiancricket.org

Asia Cup 2023 Schedule in Bengali


২০২৩ সালের এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা রয়েছে পাকিস্তানে। তবে আয়োজক দেশ ভবিষ্যতের পরিবর্তন হতেও পারে কারণ ভারত এখনো পর্যন্ত পাকিস্তানে খেলতে যাওয়ার প্রতি আগ্রহ দেখায়নি। সুতরাং ভারত যদি টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয় তবে এশিয়া কাপ ২০২৩ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এশিয়া কাপের ভারতের ম্যাচগুলি আয়োজিত হবে শ্রীলঙ্কায় ও বাদবাকি ম্যাচগুলি পাকিস্তানের আয়োজন এর সম্ভাবনা রয়েছে।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী: গ্রুপ

গ্রুপে- Aগ্রুপ- B
ভারতশ্রীলংকা
পাকিস্তানবাংলাদেশ
নেপালআফগানিস্তান

এশিয়া কাপ ২০২৩ এর সম্পূর্ণ সময়সূচি বর্তমানে প্রকাশিত করা হয়েছে যার উপরের তালিকায় আপনারা দেখতে পাচ্ছেন। এবছর এশিয়া কাপে মোট ৯ টি দল অংশগ্রহণ করবে। যেখান থেকে ৬ টি দল কে দুটি গ্রুপে ভাগ করে দেয়া হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই চারটি দল ইতিমধ্যে সরাসরি যোগ্যতা অর্জন করেছে গ্রুপ পর্যায়ে খেলার জন্য। আফগানিস্তান এবং বাকি দলগুলি নিজেদের মধ্যে খেলবে বাকি দুটি স্থানের জন্য। ৬ টি দলকে মোট দুটি গ্রুপে ভাগ করে দেয়া হবে, এরপর ৩ টি দলের গ্রুপে সবার সঙ্গে সবার খেলা হবে। শেষে দুটি গ্রুপের শীর্ষ দল এশিয়া কাপ ২০২৩ ফাইনাল খেলবে। দর্শকদের জন্য বলে রাখি এ বছর এশিয়া কাপ ৫০ ওভারের ফরম্যাটে আয়োজন করা হচ্ছে।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী (Update)

তারিখদেশস্থান
৩০ আগস্টপাকিস্তান VS নেপালপাকিস্তান
৩১ আগস্টবাংলাদেশ VS শ্রীলংকাশ্রীলংকা
২ সেপ্টেম্বরপাকিস্তান VS ভারতশ্রীলংকা
৩ সেপ্টেম্বরবাংলাদেশ VS আফগানিস্তানপাকিস্তান
৪ সেপ্টেম্বরভারত VS নেপালশ্রীলংকা
৫ সেপ্টেম্বরআফগানিস্তান VS শ্রীলংকাপাকিস্তান

এশিয়া কাপ ২০২৩ সময়সূচী: Super 4

তারিখSuper 4স্থান
৬ সেপ্টেম্বরA1 VS B2পাকিস্তান
৯ সেপ্টেম্বরB1 VS B2শ্রীলংকা
১০ সেপ্টেম্বরA1 VS A2শ্রীলংকা
১২ সেপ্টেম্বরA2 VS B1শ্রীলংকা
১৪ সেপ্টেম্বরA1 VS B1শ্রীলংকা
১৫ সেপ্টেম্বরA2 VS B2শ্রীলংকা
১৭ সেপ্টেম্বরফাইনালশ্রীলংকা


এশিয়া কাপ ২০২৩ চ্যাম্পিয়ন লিস্ট

No.সালআয়োজক দেশজয়ী দল
1১৯৮৪UAEভারত
2১৯৮৬শ্রীলংকাশ্রীলংকা
3১৯৮৮বাংলাদেশভারত
4১৯৯০ভারতভারত
5১৯৯৫UAEভারত
6১৯৯৭শ্রীলংকাশ্রীলংকা
7২০০০বাংলাদেশপাকিস্তান
8২০০৪শ্রীলংকাশ্রীলংকা
9২০০৮পাকিস্তানশ্রীলংকা
10২০১০শ্রীলংকাভারত
11২০১২বাংলাদেশপাকিস্তান
12২০১৪বাংলাদেশশ্রীলংকা
13২০১৬বাংলাদেশভারত
14২০১৮UAEভারত
15২০২২UAEশ্রীলংকা

এশিয়া কাপ ক্রিকেট ইতিহাস

ক্রিকেটের ইতিহাসে এশিয়ার দলগুলির প্রভাব সবসময় রয়েছে। সেই কারণে ১৯৮৩ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল গঠন করা হয়। এই কাউন্সিলের প্রধান উদ্দেশ্য ছিল এশিয়ার সমস্ত দলগুলির ক্রিকেটের উন্নতি ঘটানো। এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাট ও টি টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হয়ে থাকে প্রত্যেক ২ বছর অন্তর। প্রথম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় ১৯৮৪ সালে UAE তে। এখনো পর্যন্ত মোট ১৫ বার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ২০২৩ সালে ১৬ তম এশিয়া কাপ আয়োজন করা হবে পাকিস্তানে। এই টুর্নামেন্ট ভারত সবচেয়ে বেশি বার জয়ী হয়েছে, ৭ টি।

  • এশিয়া কাপ ক্রিকেটে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন- সনাত জয়সুরিয়া ১২২০ রান, (শ্রীলংকা)।
  • এশিয়া কাপ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মুত্তিয়া মুরলিধরন- ৩০ টি (শ্রীলংকা)।


এশিয়া কাপ ২০২৩ বাংলাদেশ দল ঘোষণা

অধিনায়কত্ব ইস্যুতে নানান নাটকীয়তায় পূর্বনির্ধারিত সময়ে এশিয়া কাপের স্কোয়াড দিতে পারেননি নির্বাচকরা। অবশেষে ওয়ানডে অধিনায়ক নির্ধারিত হওয়ায় এবার এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। কারা থাকছেন সেই দলে, তা নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি নেই।

শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবিপ্রধান বলেন, ‘আমার মতে ১৭ জনের দল তো প্রায় নিশ্চিত। অতিরিক্ত ক্রিকেটারের কথা যদি বলেন, তা হলে মাহমুদউল্লাহ আছে, আফিফ-শামীম পাটোয়ারী আছে। কিন্তু আমার তো ১৭ জনের জায়গা শেষ। তার পরও আমরা তাদের স্কোয়াডে নিতে হতে পারে। এমনকি মোসাদ্দেকও আছে এখানে।’

এশিয়া কাপের দল কেমন হবে ওই ধারণাও দিয়েছিলেন বিসিবি সভাপতি পাপন। প্রধান কোচ হাথুরুসিংহে ঢাকায় এসে নির্বাচকদের সঙ্গে বসে এশিয়া কাপের দল চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। অধিনায়ক ঘোষণা না করায় এতদিন দল ঘোষণা করেননি নির্বাচকরা।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দলে আছেন যারা

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দল ঘোষণা করেন নির্বাচকরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজই দল জমা দেওয়ার শেষ দিন। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেন। যে দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। 


আমাদের শেষ কথা 

আমরা আজকের এই পোষ্টের মাধ্যমে এশিয়া কাপ ২০২৩ live দেখার নিয়ম সম্পর্কে সকল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।

এছাড়াও আমরা আজকের এই পোস্টে এশিয়া কাপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।

আশা করছি আজকের গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কোন অ্যাপসের মাধ্যমে এশিয়া কাপ ২০২৩ লাইভ দেখতে পারবেন সে সম্পর্কে জানতে পেরেছেন।

আপনাদের যদি আজকের এই পোস্ট সংক্রান্ত কোন ধরনের প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।

আমরা আপনাদের সকল ধরনের কমেন্টস এর উত্তর প্রদান করার জন্য প্রস্তুত রয়েছি।

আমাদের ওয়েবসাইট থেকে যেকোনো ধরনের গুরুত্বপূর্ণ পোস্টগুলো সবার আগে পেয়ে যেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন।

ধন্যবাদ।

Tag:

এশিয়া কাপ লাইভ,এশিয়া কাপ লাইভ,এশিয়া কাপ ২০২৩ লাইভ gtv,এশিয়া কাপ লাইভ কিভাবে দেখব,এশিয়া কাপ ২০২৩ লাইভ,এশিয়া কাপ দেখুন সরাসরি মোবাইলে ফ্রি তে,এশিয়া কাপ,টি ২০ বিশ্বকাপ লাইভ দেখার নিয়ম,এশিয়া কাপ লাইভ টিভি,এশিয়া কাপ ২০২৩,এশিয়া কাপ কিভাবে লাইভ দেখবো,এশিয়া কাপ 2023 মোবাইল দিয়ে লাইভ খেলা দেখুন,এশিয়া কাপ সরাসরি দেখার এপ,এশিয়া কাপ ২০২৩ সরাসরি মোবাইল দিয়ে খেলা দেখুন,কম্পিউটারে লাইভ খেলা দেখার নিয়ম,এশিয়া কাপ লাইভ খেলা,এশিয়া কাপ খেলা দেখুন সরাসরি

Post a Comment

Previous Post Next Post