বিমানের মতো এবার ট্রেনের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে সেবিকা

 বিমানযাত্রীরা সবাই বিমানসেবিকা দেখে অভ্যস্ত।

এবার উড়োজাহাজের মতো ট্রেনের যাত্রীদের সেবায় রেলসেবিকা নিয়োগ দিতে যাচ্ছে ভারত।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন বৃহস্পতি’বার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এর আগেও ট্রেনে রেল’সেবিকা নিয়োগ দেওয়া হয়েছিল।
তবে বাছাই করা কয়েকটি ট্রেনে পরীক্ষামূলক ভাবে এ নিয়োগ দিয়েছিল কর্তৃপক্ষ।
এ বার স্থায়ীভাবে বিশেষ কিছু ট্রেনে রেলসেবিকা নিয়োগ দেবে ভারতের রেল কর্তৃপক্ষ।

তবে শুধু দিনের বেলা চলাচল করে এমন ট্রেনে রেলসেবিকা নিয়োগ দেওয়া হবে।
রাতের ট্রেনে পুরু’ষরাই যাত্রীদের সেবা দেবেন বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রেনে ওঠার সময়ে যাত্রীদের স্বাগত জানানো থেকে শুরু করে খাবার পরিবেশন, অভিযোগ শোনার কাজ করবেন রেলসেবিকারা।

তবে ভারতে এই উদ্যোগ নতুন হলেও অনেক দেশ বেশ আগে থেকে রেলসেবিকা নিয়োগ দিয়ে আসছে।
বিশেষ করে চীনে রেলসেবিকা বেশ জনপ্রিয়।

Post a Comment

Previous Post Next Post