আসসালামু আলাইকুম
Tachtunesbd সকল সদস্যগন আশা করি সুস্থ্য ও ভালো আছেন। আর স্বাগতম আপনাকে আমার এই পোস্টটি পড়তে আসার জন্য। আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অনুরোধ রইল।
যেখানে আপনি এড না দেখেই সাতোশি ইনকাম করতে পারবেন। এতে করে মোবাইল ডাটা ব্যবহার কারিদের ইন্টারনেট খরচ সাশ্রয় হবে।
যা যা প্রয়োজন হবেঃ
১. adbtcতে একটি একাউন্ট
২. Opera Browser
তো যাদের adbtc তে একাউন্ট নেই তারা নিচের লিংক থেকে adbtc থেকে একটি একাউন্ট খুলে ফেলুন। যাদের রয়েছে তাদের নতুন করে খোলার প্রয়োজন নেই।
সাইটে চলে আসার পর একাউন্ট খোলার জন্য Sign up এ ক্লিক করুন।
তারপর আপনার জিমেইল, পাসওয়ার্ড, বিটকয়েন এড্রেস দিয়ে ক্যপচা পূরণ করে পুণরায় Sign up এ ক্লিক করুন।
তারপর আপনার জিমেইল এ adbtc থেকে confirmation mail পাঠানো হবে সেটা ক্লিক করে আপনার একাউন্টটি Active করে নিন।
তারপর আপনার জিমেইল ও পাসোয়ার্ড দিয়ে Login করুন।
তারপর আপনার একাউন্টে প্রবেশ করার পর Left Corner Menu তে ক্লিক করুন।
এখান থেকে surf ads এ ক্লিক করুন
এখন আপনাকে একটি ক্যপচা পূরন করতে হবে আপনি এখান থেকে Symbol Captcha নির্বাচন করুন।
Symbol Captcha অন্যান্য ক্যাপচা থেকে সহজ ও ঝামেলাহীন। ক্যাপচা টি পুরন করুন ও Submit এ ক্লিক করুন।
এখন আপনাকে মুল কাজে নিয়ে আসা হবে এখান থেকে এড দেখে সাতোশি ইনকাম করতে হবে। আমরা এড না দেখেই ইনকাম করবো।
তো প্রথমে Open এ ক্লিক করে এডটিতে প্রবেশ করতে হবে। Open এ ক্লিক করার সাথে সাথে এডটি নতুন একটি Tab এ Open হবে।
এডটি সম্পূর্ণ লোড হওয়ার পূর্বেই আমরা ক্রস চিহ্ন তে ক্লিক করে এডটির সম্পূর্ণ লোড হওয়া বন্ধ করে দিবো।
তবে নতুন TAB টি কোন ভাবেই কাটা যাবে না যতক্ষন পর্যন্ত পাশে থাকা ট্যাব টির সময় বা সেকেন্ড কাউন্ট শেষ না হয়।
এখন আরেকটি ট্যাব ওপেন করে আপনারা আপনাদের অন্য কাজ চালিয়ে যান। কিছুক্ষন পর চেক করুন সময় শেষ হয়েছে কিনা।
সময় শেষ হয়ে গেলে আমরা নতুন Tab টি কেটে দিবো এবং আমরা দেখতে পারবো আমাদের এড দেখা সম্পূর্ণ হয়েছে ও সাতোশি একাউন্টে যোগ হয়ে গিয়েছে।
এভাবে কোন প্রকার ডাটা খরচ না করে কিছু সাতোশি ইনকাম করতে পারবেন। এখানে যত কাজ করবেন আপনার রেটিং তত বাড়তে থাকবে এবং কাজ বেশি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রতিদিন রাতে অথবা সকালে ২০মিনিট সময় দিলেই হবে সারাদিন কাজ করতে হয় না।
পেমেন্ট প্রুফ।
৪০০০ সাতোশি হলেই আপনারা Faucetpay একাউন্টে উইথড্র করে নিতে পারবেন। আমি দু বার faucetpay একাউন্টে উইথড্র দিয়েছি।
যারা এখনো বুঝতে পারেন নি তারা নিচের ভিডিওটি দেখুন
Post a Comment